মহাস্থান নিউজ:
বগুড়ায় আমেরিকা প্রবাসি আব্দুর রাজ্জাক সরকারকে (৬০) হত্যাসহ হাফ ডজন মামলার আসামি ওমর খৈয়ম রোপন ওরফে হাতকাটা রোপনকে একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ওই দিন দুপুরে শহরের শিববাটি এলাকায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
রোপন শিববাটি এলাকার ওমর ফারুক খোকনের ছেলে। মাস ছয়েক আগে তিনি জামিনে কারাগার থেকে ছাড়া পায়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানায়, তার বিরুদ্ধে ২টি হত্যা, ১ টি অপহরণ, ১ টি চাঁদাবাজি, ১ টি অস্ত্র মামলা রয়েছে। বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত বছরের ৩ মে ঈদুল ফিতরের দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আব্দুর রাজ্জাক সরকার মহিষাবাথান এলাকায় মায়ের কবর জিয়ারত করে ফিরছিলেন। তখন তার ওপর হামলা করা হয়। হামলার সময় প্রাণ বাঁচাতে তিনি নিজের লাইসেন্স করা পিস্তল থেকে গুলিও ছুঁড়লেও শেষ রক্ষা হয়নি, তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় ওই হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রোপনকে গ্রেফতার করেছিল পুলিশ।