মহাস্থান নিউজ:
স্যালাইনের দাম ৯১ টাকা। সঙ্কট মুহুর্তের সুযোগ নিয়ে সেই স্যালাইন রোগীর স্বজনদের কাছে বিক্রি হচ্ছে ২০০ টাকা। এমন অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
দণ্ডিত ব্যক্তি হলেন জনতা ফার্মেসির মালিক রবিউল ইসলাম রাব্বি।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের অভিযোগ ছিল জরুরী প্রয়োজনীয়তার সুযোগে জনতা ফার্মেসিতে স্যালাইনের দাম অতিরিক্ত নেয়া হতো। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে দোকানের নথিপত্র ঘেঁটে সত্যতা পাওয়া যায়।
এতে দেখা যায় ক্রেতাদের কাছে ৯১ টাকা এমআরপি লিখা স্যালাইন ২০০ টাকায় বিক্রয় করা হয়। বিষয়টি দোকান মালিক রবিউল ইসলাম স্বীকারও করেছেন।
সহকারী পরিচালক বলেন, এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি অধিক মূল্য গ্রহণ, নকল ভেজাল ঔষধ বিক্রয়, রোগীদের জিম্মি করে মুনাফা অর্জন করা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগীতা করেন।