মহাস্থান নিউজ:
জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মো. আব্দুল মোক্তাদির এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল গ্রামের সুপদ দাস, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকার ইউসুফ খাঁন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্যামগাতি গ্রামের আব্দুল আজিজ ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলাজালী গ্রামের তনু মোল্লা।
এ রায় ঘোষনাকালে শুধু সুপদ দাস উপস্থিত ছিলেন। বাকি তিন আসামী পলাতক রয়েছেন। রায়ের বিষয়টি কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খান নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পেঁচুলিয়া গ্রামের সুশীল চন্দ্রের ৮ বছরের শিশু (২০১১ সাল অনুযায়ী) শুভ্রতন ওরফে অটল বাড়ির পাশে প্রতিবেশি শিশুদের সাথে খেলাধুলা করছিলো। অপহরণকারীরা শিশুটিকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবী করেন। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করার হুমকিও দেয়া হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অটলকে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় অপহরণের মামলা হলে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করে।