মহাস্থান নিউজ:
তুরস্কে মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় এই কম্পন অনুভূত হয়েছে বলে ইউরোপিয়ান মেডিটরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।
এ ঘটনার পর তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় দুই দেশের ৫০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।