মহাস্থান বিনোদন:
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী লায়া। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। ৫ বছর পর রাম চরণের হাত ধরে ফের চলচ্চিত্রে ফিরছেন এই অভিনেত্রী।
পরিচালক বুচি বাবু সানা স্পোর্টস-ড্রামা ঘরানার একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। কাবাডি খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। এতে অভিনয় করবেন রাম চরণ ও লায়া।
টলিউড ডটনেট জানিয়েছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য সিনিয়র একজন অভিনেত্রীকে প্রয়োজন। এ চরিত্রের জন্য পরিচালক কথা বলেছেন অভিনেত্রী লায়ার সঙ্গে। কাস্টিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে সিনেমাটির টিম। অভিনেতা বিজয় সেতুপাতি সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। চলতি বছরের শেষে শুটিং শুরু করবেন নির্মাতারা।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হবে নাম ঠিক না হওয়া সিনেমাটি। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার গানের সুর করবেন এ আর রহমান।