মহাস্থান নিউজ:
নওগাঁ নেসকো উপকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে সকাল থেকে নওগাঁ শহরের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নওগাঁ শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বগুড়ার জেলার সান্তাহার পৌরসভা এবং আদমদিঘী উপজেলার পুরো এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
নওগাঁ কাঁঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মুনির হোসেন জানান, উপকেন্দ্রের মুল প্যানেল বোর্ডে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে করে প্যানেল বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু তার পুড়ে গেছে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ও বন্ধ রয়েছে। তবে খুব বেশি কিছু ক্ষতি হয়নি। এরইমধ্যে রাজশাহীর একটি টিম নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারব।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিভাগে পড়েছেন সরবরাহ এলাকার মানুষজন। বিশেষ করে বাসা বাড়িতে রান্না ও হাসপাতাল-ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
শহরের উকিলপাড়া মহল্লার আফসানা মণ্ডল বলেন, সকালে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। টাংকিতে পানি তুলতে না পারায় রান্নাবান্না ও গোসল করতে পারছেন না কিছুতেই। প্রচণ্ড গরমে বাড়ির শিশু বয়স্করা অতিষ্ঠ হয়ে পড়েছেন।