দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গত রোববার বাদ এশা দুপচাঁচিয়া উপজেলা থানা বাসস্ট্যান্ড সংলগ্ন মিছবাহুল উলুম আল হিকমাহ্ মাদ্রাসার কৃতি ছাত্র মুনতাসীর সুলতানকে সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসার অফিস কক্ষে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আবু রায়হান মিছবাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক আলহাজ জান্নাতুল ফেরদৌস, কোষাধক্ষ্য আলহাজ্ব গোলাম রব্বানী, নয়াপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আফজাল হোসেন, সাধারণ সম্পাদক
আখতারুজ্জামান তুহিন, পরিবহন ব্যবসায়ী আবু জাফর পলাশ, শিক্ষক হাফিজ আল আমিন, হযরত আলী, কৃতি শিক্ষার্থীর বাবা সুলতান মাহমুদ উজ্জ্বল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মোমিন। উল্লেখ্য কৃতি ছাত্র হাফেজ মুনতাসীর সুলতান ১২ বছর বয়সে উক্ত মাদ্রাসা হতে
কোরআনের হাফেজ হয়েছে।