মহাস্থান বিনোদন: শাকিব এবং অপুর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন সবাই। এ বার মুখ খুললেন নায়িকা।
অপু বিশ্বাস এবং শাকিব খানের সম্পর্ককে ঘিরে বাংলাদেশে চর্চা তুঙ্গে। অনেকেরই ধারণা নতুন করে ফের সংসার পাতার পরিকল্পনা করছেন তাঁরা। সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন শাকিব। তাঁর নতুন ছবি ‘প্রিয়তমা’র বিশেষ প্রদর্শনের জন্য। তার পরের দিনই ছেলে জয়কে নিয়ে আমেরিকা পাড়ি দেন অপুও। বিদেশের রাস্তায় তিন জনে একসঙ্গে ফ্রেমবন্দিও হয়েছেন। তবে কি একসঙ্গে হতে চলেছেন তাঁরা? ক্রমাগত যখন জল্পনা বাড়ছে, তখন বাংলাদেশের সিটি কর্পোরেশনের এক কর্তা বলেন, “আমাদের সালিশ কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তাঁর বক্তব্য রেখেছেন। আসলে তিনি মীমাংসা করতে চান, তিনি স্বামী-সন্তান নিয়ে ঘর–সংসার করতে চান। বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনও রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। কোনও কাবিননামা, কোনও সাক্ষী, কোনও হলফনামা নেই।”