স্টাফ রির্পোটার: অনন্ত সেলিম
গত শুক্রবার (২১-০৭-২৩ইং) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বগুড়া – ৬ আসনে জাকের পার্টির প্রার্থী বাছাই কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্যে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, হিংসা হানাহানি, দ্বন্দ সংঘাত, বিভেদ, অনৈক্য নয়, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা ও আস্থা এখন জাতীয় রাজনীতিতে জরুরী। জাকের পার্টি শান্তি, উন্নয়ন ও অগ্রগতি চায়। স্থিতিশীল বাংলাদেশ চায়। এ লক্ষ্যে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বিশ্বাস ও ভালোবাসার রাজনীতির বিজয় চান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাকের পার্টির প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গত শুক্রবার সকালে বগুড়া-৬ আসনের (সদর উপজেলা) কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এ সব কথা বলেন।
শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা জাকের পার্টি সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা জাকের পার্টির সভাপতি ফয়সাল বিন শফিক সনি। এ ছাড়া কাউন্সিলে জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্যে দেন ।
এসময় বগুড়া সদর উপজেলা জাকের পার্টি সহ সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতা নেত্রী এবং নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লক্ষ্য করা যায়।