স্টাফ রির্পোটার: অনন্ত সেলিম
গত শুক্রবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের ১নং ওর্য়াডে মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদান কালে জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন বলেন বিদেশীদের নিয়ে না ভেবে দেশের কথা চিন্তা করুন।
তিনি বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তে ও পাঁচ লক্ষ মা বোনের ইজ্জোতের বিনিময়ে লিখিত একটি সংবিধানে বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিদেশীদের কথায় নয়। বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধি হার ৭%৮ অব্যাহত রয়েছে, যা সারা বিশ্বের কোন দেশে বর্তমানে প্রবৃদ্ধির চেয়ে অনেক উচ্চে।বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের অবদান পরিলক্ষিত হচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণিত হতে যাচ্ছে, এজন্য প্রয়োজন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে নৌকায় ভোট, এই ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ মেহেদুল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।