স্টাফ রির্পোটার: অনন্ত সেলিম
গতকাল শুক্রবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন এর পর্যটন এলাকা মহাস্থানের মাযার এলাকায় ঈদগাহ মাঠে রাখা একটি প্রাইভেট কার হারিয়ে গেলে চৌকস পুলিশ অফিসার এস আই মোশাররফ হোসেন গাড়ি টি উদ্ধার করে গাড়ির মালিকের কাছে ফেরত দেন বলে জানাগেছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ জানাযায় খ্রিঃ ২১/০৭/২০২৩ তারিখ বেলা ১১.১৫ ঘটিকার সময় মোঃ সাইদুর রহমান সরকার (৩৩), পিতা-মোঃ তবিবুর রহমান সরকার, সাং-সতিতলা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা একটি বাস ও একটি প্রাইভেট কার যার রেজিঃ নং ঢাকা মেট্রো-খ ১২-৪৩৬৫ যোগে নারী পুরুষ শিশুসহ মোট ৪০/৪৫ জন পর্যটক মহাস্থান শাহ সুলতান বলখি মাহি সাওয়ার (রঃ) এর মাজার জিয়ারত করতে আসে এবং মহাস্থান ঈদগাহ ময়দানে তাদের একটি বাস ও প্রাইভেট কার পার্কিং করে সবাই মাজার পরিদর্শনে ব্যস্ত হয়। আনুমানিক ২০ মিনিট পরে প্রাইভেট কারটির মালিক গাড়ি রাখার স্থানে গিয়া দেখে তার গাড়িটি পার্কিং করা স্থানে নাই। তারা আশেপাশে খোঁজা-খুঁজি করে গাড়িটি না পাওয়ায় দুপুর ১৩.৩০ ঘটিকায় ৯৯৯ এর মাধ্যমে শিবগঞ্জ থানা পুলিশকে তাদের গাড়ি চুরির বিষয়টি জানায়।
তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই মোঃ মোশারফ হোসেন আকন্দ, এসআই হাচান রেজা সহ আরো কয়েকজন অফিসার ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘটনা সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় সোর্স মোতায়েন করে ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে চোরাই গাড়িটি উদ্ধারে ব্যাপক পুলিশি তৎপরতা চালানো হয়।
ব্যাপক পুলিশি তৎপরতায় বেলা ৩.৩০ মিনিটের দিকে অর্থ্যাৎ ঘটনা সংঘটনের মাত্র চার ঘন্টার মধ্যে এবং পুলিশ অবগত হওয়ার দুই ঘন্টার মধ্যে চোরাই গাড়িটি শিবগঞ্জ থানাধীন মহাস্থান মহাসড়কের পাশ হতে উদ্ধার করা হয়। পরে গাড়ীর মালিক কে গাড়ীটি বুঝিয়ে দেন বর্তমান ওসি আব্দুর রউফ এর নেতৃত্বে পরিচালিত চৌকস ও দক্ষ্য এই পুলিশ অফিসার মোশাররফ।