মহাস্থান নিউজ:
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের ৩৫তম ব্যাচ এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবিএম আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন শামিমা আক্তার জাহান।
শুক্রবার (২১ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডার ৩৫তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ৩৫তম ব্যাচ’ সাধারণ নির্বাচন অনলাইন ভোটে অনুষ্ঠিত হয়।এতে এবিএম আরিফুল ইসলাম সভাপতি ও শামিমা আক্তার জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ব্যাচের কোষাধ্যক্ষ পদে মো. শামীম মিঞা, সাংগঠনিক সম্পাদক মোছা. দিলশাদ জাহান ও দপ্তর সম্পাদক বিমল চাকমা নির্বাচিত হয়েছেন।
আট সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক এই পাঁচটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৩১৭ জন ভোটারের মধ্যে অনলাইন পদ্ধতিতে দেশের বিভিন্ন প্রান্ত এবং উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে অবস্থানরত মোট ২৯১ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
সভাপতি পদে নির্বাচিত এবিএম আরিফুল ইসলাম রাঙ্গামাটি পার্বত্য জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে পড়াশুনা করেছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত শামিমা আক্তার জাহান নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে পড়াশুনা করেছেন।
নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি এবিএম আরিফুল ইসলাম ।