দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গত বুধবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ১জন ও ২জন মাদক বিক্রেতা সহ ১৫জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে নাশকতা মামলার আসামি আদমদীঘি উপজেলার শালগ্রাম এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বিএনপি নেতা রেজাউল হক বাচ্চু (৫৫) গ্রেফতার করে। অপর দিকে মাদক বিক্রেতা উপজেলার সঞ্চয়পুর
গ্রামের মৃত কফিল প্রামানিকের ছেলে মাহবুব (৩৬) ও মোবারক হোসেনের ছেলে নাঈম হোসেন (২৩) গ্রেফতার করে। এছাড়াও পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে সঞ্জয়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আজাদ ওরফে জেলেফ (২৮), দুপচাঁচিয়া জে.কে কলেজ রোর্ডের মৃত মোজামের ছেলে মাইফুল (২৮), বড় ধাপ এলাকার আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা (২৯), বেড়াগ্রাম এলাকার মৃত মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম, পোড়াপাড়া গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে সোবহান (৪৩), পোওতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বেলাল হোসেন, মৃত ফেরদৌস মন্ডলের ছেলে আতাউল হোসেন, মৃত আব্দুল জলিলের ছেলে দুলাল হোসেন, আব্দুর রহমান মন্ডলের ছেলে রাব্বী হাসান, পলিপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে নুর আলম (২৭), গোবিন্দপুরের মৃত করমত উল্লাহর ছেলে আজাহার প্রামানিক ওরফে রাজা (৫০)। এছাড়াও দুপচাঁচিয়ায় রাতে সন্দেহজনক ঘোরাফেরা কালে নওগাঁর বদলগাছি থানার পারসোমবাড়ী এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে আবুল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে। (৩২) কে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।