মহাস্থান নিউজ:
কপ-২৮ সম্মেলনকে সামনে রেখে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকায় আসছেন জোটটির প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তার এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের ২৮তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৮ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আমিরাতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশের সমর্থন চাইবে আমিরাত। কেননা, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সেজন্য হয়ত কপ-২৮ প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।
আরও জানা গেছে, কপ-২৮ প্রেসিডেন্ট খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা সফর করবেন। হতে পারে সেটা কয়েক ঘণ্টার জন্য, বিকেলে এসে সন্ধ্যায় ঢাকা ছেড়ে যেতে পারেন তিনি।
এদিকে মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। কপ-২৮ প্রেসিডেন্ট ঢাকায় এসে মন্ত্রণালয়ে যে ভেন্যুতে বক্তব্য দেবেন সেটি পরিদর্শন করে যান তিনি।
জানা গেছে, কপ-২৮ প্রেসিডেন্টের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, কনফারেন্স অব দ্য পার্টিসের সংক্ষিপ্ত রূপ কপ। এটি বিশ্বে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের একটি উদ্যোগ। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। ১৯৯৯ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কপের জলবায়ু সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন’ ইস্যুটি প্রথমবারের মতো সামনে আসে। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে কপ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সবশেষ, গত বছরের নভেম্বরে মিশরের শার্ম এল-শেখে কপ-২৭ অনুষ্ঠিত হয়।