মহাস্থান নিউজ:
একদফা দাবিতে বগুড়ায় বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ ঠেকাতে একাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে হয় পুলিশকে।
মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ বলছে, কোনো কারণ ছাড়াই বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে।
কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার, খালেদা জিয়ার মুক্তি, গুম-খুন ও সকল হত্যাকাণ্ডের বিচার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের একদফা দাবি বাস্তবায়নে বগুড়ায় পদযাত্রার আয়োজন করা হয়। এ লক্ষ্যে সকাল ১০টা থেকে বনানী টু মাটিডালী বিমান মোর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি দেয় জেলা বিএনপি।
একই দিন বেলা ১২ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
কমূসূচি অনুযায়ী গাবতলী, শাহাজানপুর, ধুনট, শেরপুর ও শহর কয়েকটি ওয়ার্ডের বিএনপিসহ তাদের অঙ্গসংগঠন বনানী থেকে মিছিল নিয়ে সাতমাথার জেলা কার্যালয়ের দিকে রওয়ানা দেয়।
স্থানীয়রা জানায়, বিএনপির মিছিলটি ইয়াকুবিয়া মোড়ে এসে সোজা রাস্তা দিয়ে সাতমাথায় প্রবেশ করতে ধরে। ওই সময় মিছিলটিকে সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য বাধা দেয় পুলিশ। এই বাধাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। মিছিলের পিছন থেকে লাঠি সোটা, ইট ছুড়তে থাকেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে সংঘর্ষ তীব্র হলে টিয়ারশেল পরবর্তীতে রাবার বুলেট ছুড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশের অন্তত ছয় সদস্য আহত হন।