দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: সেলিম রেজা
রোববার রাত দুপচাঁচিয়া উপজেলার খিহালী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আয়ুব উদ্দীন সরদার (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া …..রাজিউন)। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী পশ্চিম পাড়ার মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে আয়ুব উদ্দীন সরদার ঘটনার দিন গত রোববার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যান এ সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। দ্রæত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে আনুমানিক ১১টায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে খিহালী মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) রুপম দাসে ও থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ গার্ড-অফ-অনার প্রদান করেন। বাদ জোহর খিহালী মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক ইউএনও সুমন জিহাদী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরমুক্তিযোদ্ধা এফএম আফতাব উদ্দীন,
বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনছুর রহমান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কে.এম বেলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার দাস, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক।