দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: সেলিম রেজা
সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, মাধ্যমিক শিক্ষা
অফিসার মুসহাক আলি, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিছুল ইসলাম লিটন প্রমুখ। পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী মোট ৫১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট সহ সনদ প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ও ইউএনও সুমন জিহাদী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী।