মহাস্থান নিউজ: বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আব্দুস সালাম এর নামে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
এব্যাপারে ওই শিক্ষকের বহিস্কার চেয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর আবেদন করেছে উক্ত স্কুলের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।
আবেদন সূত্রে জানা যায়, সারিয়াকান্দির ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আব্দুস সালাম গত ১২ জুলাই বগুড়া সদরের নারুলী এলাকায় একটি মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পেলে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় নারুলী পুলিশ ফাঁড়িতে। উক্ত ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চলছে সমালোচনা। আমরা ওই শিক্ষককে বহিস্কার করার জন্য ম্যানেজিং কমিটির কাছে ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে বহিস্কার না হলে আমরা বিক্ষোভের ডাক দিবো।
এ ব্যাপারে শিক্ষক আব্দুস সালাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে এ বিষয়ে কিছু বলতে পারছি না। আগামীকাল আপনাকে জানাবো।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লাল মোহাম্মদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি দৈনিক জবাবদিহি’কে জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষককে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।