আমিনুল ইসলাম (প্রতিনিধি) গাবতলী,বগুড়া :
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় পাইলট হাইস্কুল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মজনুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি লক্ষ্মী নারায়ণ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ খাজা, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, অর্থ সম্পাদক শামছুল আলম, মহিলাবিষয়ক সম্পাদক জুলেখা আকতার, প্রধান শিক্ষক
এসএম সাফিউল আবরার, একেএম পান্না, হারুনুর রশিদ, ইবনে রেজা মামুনুরশিদ, কাজী আনোয়ারুল ইসলাম টিটু, সহকারী শিক্ষক মিঠুসহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । সভা শেষে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানার তিনমাথার মোড়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালিত হয়।