মহাস্থান নিউজ: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে বিএনপি কোনভাবেই নির্বাচনে যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলকে জানিয়েছে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন এতোই প্রশ্নবিদ্ধ যে, ইইউ প্রতিনিধিদল জানতে চাইছে আগামী দিনে নির্বাচন আগামী দিনে আদৌ জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কি না। আমাদের পক্ষ থেকে সবসময় বলে আসছি, দেশের মানুষ বলছে- এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। এর অনেক কারণ যা আমরাও জানি, আপনারাও জানেন, বিশ্ববাসী জানে। তাই তারা বাংলাদেশে আসছে, কেননা এই সরকারের অধীনে নির্বাচন হবে না।
আমীর খসরু বলেন, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে সারাবিশ্বের নজর কেন, এটাই হচ্ছে প্রশ্ন। কেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে এখানে এসে নির্বাচন নিয়ে তাদের মতামত দিতে হচ্ছে? দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে তো তাদের যেতে হচ্ছে না। কেন বাংলাদেশে আসতে হচ্ছে? এটা সবার মনে প্রশ্ন। তাদের মনেও হয়ত একই প্রশ্ন- কেন এখানে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ ও গ্রহণযোগ্য নয় এটাই তার ভিত্তি। এই ভিত্তির ওপর সারা বিশ্ব বাংলাদেশের ওপর নজর দিয়েছে।
নির্বাচনের ভোট চুরি এখনই চলছে উল্লেখ করে তিনি বলেন, এখনই ডিসিদের পোস্টিং হচ্ছে, পুলিশের পোস্টিং হচ্ছে, ইউএনওদের পোস্টিং হচ্ছে, বিএনপি নেতাদের গ্রেপ্তার চলছে, বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে, বিএনপির নেতা-কর্মীদের মামলা ত্বরান্বিত করে সাজা দিচ্ছে। এসব করা হচ্ছে- যাতে বিএনপি নির্বাচনে অংশ নিতে না পারে। অর্থাৎ ভোট চুরি প্রত্যেক দিন চলছে বাংলাদেশে।
আওয়ামী লীগ আগামীতেও সবকিছু নিয়ন্ত্রণ করে ভোট চুরি করবে এবং জোর করে ক্ষমতায় যাবে বলেও মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, স্বাভাবিক এই বিষয়গুলো আলোচনায় এসেছে। আমরা বলেছি, এই অবৈধ সরকারের অধীনে দেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে না, তাদেরকে প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, তাদের সরকার নির্বাচন করতে পারবে না। বিষয়গুলো দিনের আলোর মতো পরিষ্কার, সবার জানা আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিষয়গুলো যেহেতু বারবার আলোচনা আসছে, তাই বারবার আমাদের বলতে হচ্ছে।