মহাস্থান নিউজ:
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির দর আরও বেড়েছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমেছে। এতে শিগগিরই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বৃদ্ধি থেকে বিরত হতে পারে। ফলে মার্কিন মুদ্রা ডলারের মূল্যমান ব্যাপক হ্রাস পেয়েছে। গত ১ বছরেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন।
এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রতি ডলার বিক্রি হয়েছে ৮২ দশমিক ০৪ রুপিতে। গত ১ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে বেশি। এ নিয়ে টানা ৪ দিন ভারতীয় মুদ্রার দাম বৃদ্ধি পেলো।
এক বেসরকারি ব্যাংকে বিশিষ্ট ব্যবসায়ী বলেন, কার্যদিবসের শুরুতে গ্রিনব্যাকপ্রতি মূল্য ছিল ৮২ রুপি। এতে তেল কোম্পানিগুলোর কাছে ডলারের স্বাভাবিক চাহিদা দেখা যায়। পরে ক্ষুদ্র বিক্রেতারা প্রধান বৈশ্বিক মুদ্রাটি পেতে ছুটেন।
তিনি বলেন, ভারতীয় মুদ্রার শক্তি বাড়াতে কাজ করে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আপাতত ইউএস ডলারের দাম ৮১ দশমিক ৮০ রুপিতে রাখতে চাচ্ছে তারা।
এ কর্মদিবসে ডলার সূচক নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৪১ পয়েন্টে। ২০২২ সালের এপ্রিলের পর যা সবচেয়ে কম। এতে এশিয়ার অন্যান্য মুদ্রার মানও বেড়েছে। কোরিয়ান ওন এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দর ঊর্ধ্বমুখী হয়েছে ১ শতাংশেরও বেশি।
মার্কিন মুলুকে মূল্যস্ফীতি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। ফলে চলতি বছরের বাকি সময়ে আর একবার সুদের হার বাড়াতে পারে ফেড। আগে যে সম্ভাবনা ছিল দুইবার।