মহাস্থান নিউজ:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আমে পোকা থাকার জের নিয়ে সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে লক্ষ্মীটারি ইউনিয়নের পার্শ্ববর্তী কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে এ ঘটনা ঘটে।
সিরাজুল মার্কেটে আম ও কনফেকশনারির ব্যবসা করেন আনোয়ারুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় আনোয়ারুলের দোকান থেকে হাঁড়িভাঙা আম ক্রয় করেন কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা ইউনিয়নের তাবলিগপাড়া গ্রামের শাহীন। সেখানে একটি আম কাটলে আমটি পচা বের হয়। আমটি নিয়ে শাহীন দোকানদার আনোয়ারুলকে দেখায় এবং গালাগাল করেন। আনোয়ারুল পচা আমের পরিবর্তে আরেকটি আম পালটে দেন।
শাহীন পুনরায় আবার আম কাটা শুরু করলে দ্বিতীয় আমটিতেও পোকা বের হয় এবং শাহীন ক্ষিপ্ত হয়ে পচা আমটি নিয়ে আবারও আনোয়ারুলের দোকানের সামনে গিয়ে আনোয়ারুলের গায়ে ছুড়ে মারেন। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে এলাকাবাসীর উপস্থিতিতে মঙ্গলবার বিষয়টি মীমাংসার কথা থাকলেও রাত ৮টার দিকে শাহীন লোকজন নিয়ে আনোয়ারুলের দোকানে হামলা করেন। তখন দোকানে আনোয়ারুলের পাশেই বসেছিলেন তার দাদা আজিজার রহমান। তিনি শাহিনকে বাঁচাতে গেলে তাদের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আজিজার রহমানের। আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারুলকে উদ্ধার করে রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন এলাকাবাসী।
কালীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আসামি গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।