মহাস্থান নিউজ:
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিন স্তরেই বড় জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়।
প্রাপ্ত ফলাফলে গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৪২ হাজার ১২২টি, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৫ হাজার ২৬৩টি এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ৩০৭টি, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টি এবং জেলা পরিষদে ১৫টি আসনে জয় পেয়েছে। কিছু কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা হয়নি।
সোমবার (১০ জুলাই) ভোট গ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়। মুর্শিদাবাদে একটি ভোট গণনা কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটে। হাওড়ার একটি কেন্দ্রের কাছে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ।
এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। নির্বাচনে প্রমাণ হয়েছে এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই।
বিজেপির অভিযোগ, ভোট গণনার সময় কেন্দ্রগুলোতে বিরোধীদলীয় পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়েছে ক্ষমতাসীন তৃণমূল। ভোট লুট করার বেপরোয়া চেষ্টা চালিয়েছে তারা। তবে তৃণমূলের দাবি, নির্বাচন চলাকালে সহিংসতায় যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের ৬০ শতাংশ তাদের কর্মী-সমর্থক।