মহাস্থান নিউজ:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। এছাড়া, সীমান্তবর্তী নদ-নদীগুলো উপচে উপজেলার সুরমা ও লক্ষিপুর ইউনিয়নের কয়েকটি সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা, চিলাই, চেলা, মরাচেলাসহ সবকটি নদ-নদী ও হাওরের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সুরমা ও লক্ষিপুরসহ চারটি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে ওইসব এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার (১১ জুলাই ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৩০ সেন্টিমিটার। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার মাত্র ১৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর পানি ছাতক পয়েন্টে ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, আমাদের দোয়ারাবাজার উপজেলায় আজ হঠাৎ পাহাড়ি ঢল নেমে আসায় বাঁধ ভেঙে সীমান্তবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামের সড়ক ডুবে গেছে। পানির জন্যে আজ দুপুর থেকে এসব সড়কে পরিবহন চলাচল করতে পারছে না। যদি আরও বৃষ্টি আর ঢল নামে তাহলে আমাদের বিপদের শেষ থাকবে না।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার আরিফ মূর্শেদ মিশু বলেন,পাহাড়ি ঢল নামায় আজ বিকেলে দোয়ারাবাজারে পানি ঢুকেছে। দোয়ারাবাজারে পানি এলে বেশি সময় পানি থাকে না, পানি দ্রুত নেমে যায়। এই পানিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃষ্টিপাত না হলে আশা করি পানি নেমে যাবে। তাই কোনো আশঙ্কা নেই। তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।