মহাস্থান নিউজ:
গত দুই বারের মতো এবারও পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ফলের অগ্রগতিতে অনেক এগিয়ে রয়েছে তৃণমমূল কংগ্রেস। তারা এখন পর্যন্ত দুই-তৃতীয়াংশেরও বেশি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে বিজেপি। তবে গত বারের তুলনায় ভালো ফল করছে জাতীয় কংগ্রেস, সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। মুসলিম অধ্যুষিত মালদা ও মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
পশ্চিমবঙ্গে ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ২ হাজার ২১৭টিতে। বিপরীতে বিজেপি মাত্র ১৭৪, বামফ্রন্ট ৭৮, জাতীয় কংগ্রেস ১১৫, আইএসএফ ৮ এবং স্বতন্ত্র ও অন্যরা ৬৫টিতে এগিয়ে রয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় থেকেই সহিংসতা শুরু হয়। এসব সহিংসতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। গতকাল মঙ্গলবার গণনা শুরুর পরও বিভিন্ন স্থানে সহিংসতা এবং বিরোধী দলগুলোর ব্যালট পেপার নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। বিকেলে বিজেপি, সিপিএম নেতৃত্ব অভিযোগ তোলে যে তাদের জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় বিরোধী প্রার্থীদের জয়ী ঘোষণা করেও পরে চাপের মুখে তা প্রত্যাহার করে নেওয়া হয়। উত্তর ২৪ পরগনা জেলায় সিপিএম প্রার্থীর জয় নিশ্চিত জেনে ব্যালট নষ্ট করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে