মহাস্থান নিউজ:
বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাহিম ধুনট উপজেলার চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহিম সকালের খাবার খেয়ে বাড়ি থেকে খেলার জন্য বের হয়। একপর্যায়ে সকলের অগোচরে অসাবধানতা বশত সে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। দুপুরের দিকে ওই পুকুরে স্থানীয় লোকজন গোসল করতে নেমে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া ইয়াসমিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার কোন সুযোগ পাওয়া যায়নি।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।