মহাস্থান নিউজ:
কালের বিবর্তনে কোষা, বজরা, গয়না নৌকার সঙ্গে বড় বড় পণ্যবাহী নৌকার বিলুপ্ত ঘটলেও সিরাজগঞ্জের কৈজুরীতে ডিঙি নৌকার হাট এখনও টিকে আছে।
বর্ষা মৌসুমে বৃষ্টি না হলেও সিরাজগঞ্জের জমে উঠেছে ডিঙি নৌকার হাট। আষাঢ়-শ্রাবণ দু’মাস বর্ষাকাল হলেও জেলার নদীপাড়ের মানুষের বর্ষার পরেও অনেক দিন নৌকায় চলাফেরা করতে হয়। যমুনা, করতোয়া, বড়াল, হুড়াসাগর, চলন বিল আর গোহালা নদীর মতো বেশ কটি নদী জেলার ওপর দিয়ে প্রবাহমান থাকায় অনেক আগে থেকেই কৈজুরী, রতনকান্দি, নাটুয়া পাড়াসহ বিভিন্ন নৌকার হাট বসে আসছে।
শাহজাদপুর উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পূর্ব দিকে যমুনা নদীর তীরে কৈজুরীতে নৌকার পসরা সাজিয়ে হাট বসছে এখনও। কৈজুরীতে সপ্তাহের সোমবার ও শুক্রবার হাট বসলেও নৌকার হাট বসে শুক্রবার।
হাট ঘুরে দেখা গেছে, সড়ক পথে ও নদীপথে হাটে বিক্রির জন্য শতাধিক ডিঙি নৌকা আনা হয়েছে। পাবনার বেড়া ও গোবিন্দপুর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী, চরকৈজুরী, পাঁচিল, দুগালী, বর্ণিয়া, জামিরতা, গুদিবাড়ি, বেনোটিয়া থেকে বহু মহাজন ডিঙি নৌকা বিক্রির জন্য নিয়ে এসেছেন।