মহাস্থান নিউজ:
বড় ধরনের সমাবেশ করতে চায় জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১২ জুলাই রাজধানীর সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা আসার কথা রয়েছে। ইতোমধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তবে সোমবার (১০ জুলাই) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছেন বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সেটা পেয়েছি। চিঠি পর্যালোচনা করবো। সমাবেশের অনুমতি দেওয়া হবে কি হবে না, পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে সেটা পর্যালোচনা করার জন্য মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান রাইজিংবিডিকে বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা আবেদন করেছে। কমিশনার কার্যালয় থেকে চিঠির অনুলিপি পেয়েছি। সমাবেশের অনুমতি পাবে কিনা সেটা পর্যালোচনা করে জানাতে বলা হয়েছে।
জানা গেছে, বিএনপিকে পল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিলে সড়কে যান চলাচল স্থবির হয়ে যায়। যার প্রভাব পুরো ঢাকা শহরে পড়ে। তাছাড়া নাশকতা কিংবা হামলা ভাঙচুরের আশঙ্কাও থেকে যায়। সেজন্য পর্যালোচনা করা হচ্ছে অনুমতি দেওয়া যাবে কিনা।
সূত্র জানায়, সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে দলটি। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বড় ধরনের লোক সমাগম করতে। একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও। সভা থেকে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।