মহাস্থান নিউজ:
সরকার সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে অসুস্থ রাষ্ট্রে পরিণত করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির প্রায় ৪০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিএনপি প্রধানমন্ত্রীর দয়া চায়নি। তাই শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধ্য হয়েছে দলের নেতাকর্মীরা।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিরোধী দল হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু ক্ষমতাসীনরা তাদের ইচ্ছে মতো নির্বাচন করে যাচ্ছে।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সংকট দূর হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাই সব দল ও জোটের সিদ্ধান্তে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়া হবে।