মহাস্থান নিউজ:
মঙ্গলবার সকালে রাব্বীকে গ্রেপ্তার করে র্যাব।
মায়ের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে রঙমিস্ত্রী জসিমকে হত্যা করে রাব্বী। গ্রেপ্তারের পর র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন কথা জানান তিনি।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব বিষয় নিশ্চিত করেন।
এদিন সকালে বগুড়া শহরের কলোনীর চকলোকমান এলাকা থেকে রাব্বীকে গ্রেপ্তার করা হয়। রাব্বী এই এলাকার মৃত ইসরাফিলের ছেলে।
কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, চকলোকমান এলাকার মসজিদের মাঠে গত শুক্রবার ফুটবল খেলার সময় জসিমের পরিবারের একটি ছেলের গায়ে বল লাগে। এ নিয়ে রাব্বীর পরিবারের সঙ্গে জসিমের পরিবারের ঝগড়া বাঁধে। হয়। ওই সময় রাব্বীর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন জসিম। এক পর্যায়ে রাব্বীর মায়ের গায়ে হাত তোলেন তিনি।
এই জেরে পরের দিন শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মসজিদ মাঠেই জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাব্বি। পরে জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রোববার সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে রাব্বীকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব কমান্ডার বলেন, মাকে গালিগালাজ করায় ও গায়ে হাত তলায় রাব্বীর ভিতরে জেদ চাপে। এছাড়াও তাদের সাথে নিহতের পরিবারের দীর্ঘদিনের রেষারেশি রয়েছে। এসবের জেরে জসিমকে হত্যা করে রাব্বী। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।