মহাস্থান নিউজ:
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ১০ অভিবাসী নিখোঁজ রয়েছে। এছাড়া এ ঘটনায় মারা গেছে এক জন। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করার সময় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ ১০ জনই তিউনিসিয়ার নাগরিক।
সাফাক্স শহরের বিচারপতি ফাউজি মাসমুদি জানিয়েছেন, উপকূলীয় শহর জারজিস থেকে অভিবাসীরা রওনা দিয়েছিল। নৌকা থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি তিউনিসিয়া নজিরবিহীন অভিবাসন সংকটের মুখে পড়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকেরা লিবিয়ার পরিবর্তে তিউনিসিয়া উপকূল ব্যবহার করছে।