মহাস্থান নিউজ:
‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চিত্রনায়ককে এক সময় নিয়মিত রুপালি পর্দায় দেখা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি।
তবে কাজী মারুফ আবারো অভিনয়ে ফিরছেন বলে জানিয়েছেন তার বাবা গুণী নির্মাতা কাজী হায়াৎ।
কাজী হায়াৎ বলেন, বাংলাদেশে আসছে কাজী মারুফ। আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। সেই বিষয়ে কথা বলতে বাংলাদেশে আসছে সে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। এখনই সিনেমার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।
২০১৯ সাল থেকে দেশ ছেড়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাস গড়েন মারুফ। সেখানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে চলচ্চিত্রাঙ্গনকে ভুলে যাননি। ‘গ্রিন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি।