মহাস্থান নিউজ:
গত বছরের শেষের দিক থেকে শুরু হয়েছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ। কিছুদিন পরপরই একের অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন এই দম্পতি।
একাধিকবার আদালতে চক্কর কেটেও এখনও পর্যন্ত সম্পূর্ণ মীমাংসা হয়নি নওয়াজ ও আলিয়ার দাম্পত্য সমস্যার। আদালতে এখনও বিচারাধীন অভিনেতা ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা। তবে একে অপরের দিকে দোষারোপের তোপ দাগানো যেন থামছেই না।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এবার ফের নওয়াজকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন আলিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজকে একহাত নিয়ে আলিয়া বলেন, উনি প্রকাশ্যে নিজের একাধিক সম্পর্কের কথা বলে এক্কেবারেই ঠিক করেননি। এই বিষয়টি তার কিশোরী মেয়ের মনকে প্রভাবিত করতে পারে।
এবিপিকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া সিদ্দিকি বলেন, ‘নিউইয়র্কে নওয়াজ পরিচারিকার সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ডের কথা বলেছেন। নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’-এ একাধিক নারীসঙ্গের কথা বলেছেন নওয়াজ। সেখানে নীহারিকা সিংয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কথাও খোলসা করেছিলেন। পরে সেই নীহারিকাই নওয়াজতে বিকৃত যৌনমনষ্ক বিষাক্ত পুরুষ বলেছেন। নওয়াজ এইসব কথা প্রকাশ্যে এনে ঠিক করেননি।’
আলিয়ার কথায়, ‘বহু বিখ্যাত সফল পুরুষের জীবনেই নারীদের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু তারা সেসব নিজেদের মধ্যেই রাখেন। আমাদের মেয়ে শোরা এখন কিশোরী। নিজের বাবার সম্পর্কে এই ধরনের কথা ওর তরুণ মনে প্রভাব ফেলতে পারে। আমার মনে হয়, নওয়াজের আরও দায়িত্বশীল বাবা হওয়া উচিত ছিল।’
নওয়াজউদ্দিনের প্রাক্তন প্রেমিকা সুনীতা রাজওয়ারকেও নিয়েও কথা বলেছেন আলিয়া। তার কথায়, সুনীতার সঙ্গে নওয়াজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসায় সুনীতা রাজওয়ারের ব্যক্তিগত জীবন অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুনীতা পরে বলেছিলেন, তিনি নওয়াজকে তার স্ট্রাগল পিরিয়ডের জন্য ছেড়ে যাননি, ছেড়েছিলেন তার নিচু মানসিকতার জন্য।
সম্প্রতি ‘বিগ বস ওটিটি-সিজন টু’-তে অংশ নিয়েছিলেন আলিয়া। সেখানে নতুন এক পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। ‘নওয়াজের স্ত্রী’র তকমা থেকে বেরিয়ে নিজের পরিচয় তৈরির করার লক্ষ্যেই বিগ বসে অংশ নিয়েছিলেন। তবে সেই পথে বেশিদিন হাঁটতে পারেননি। মাত্র ১০ দিনের মাথায় ‘বিগ বস ওটিটি’র ঘর থেকে বহিষ্কৃত হয়েছেন। সেখান থেকে বেরিয়েই নওয়াজের বিরুদ্ধে তোপ দাগালেন আলিয়া। তার দাবি, নওয়াজকে নিয়ে কথা বলার জন্য নয়, সালমান খানের সঙ্গে নওয়াজের ভালো সম্পর্কের খাতিরেই তাকে বিগ বস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।