মহাস্থান নিউজ: ঝিনাইদহের কালিগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবককে মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনায় মূল হোতা আকরামকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় নিহত মেহেদী হাসান (২৫) কালিগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়ার সফর আলীর ছেলে।
তার পরিবার জানায়, রাত ১২টার সময় সিগারেট কেনার কথা বলে বাসা থেকে বের হয়। পরে পাশের বাড়ির আকরামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে আকরাম উত্তেজিত হয়ে মেহেদীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান ইত্তেফাককে জানান, িপৌর এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মেহেদী হাসান নামে এক যুবককে ছুরিকায়াতে হত্যা করেছে। তবে এ ঘটনার মূল হোতা আকরামকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।