মহাস্থান নিউজ:
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাহবাগ থানায় করা মামলার আবেদন পুলিশ পর্যালোচনা করছে।
মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন গত শুক্রবার এই মামলার আবেদন করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ শনিবার বলেন, আমাদের কাছে মামলার আবেদন আছে। আমরা দেখছি বিষয়টা। কোনো আইনগত সিদ্ধান্ত নেয়া হলে আপনাদের (গণমাধ্যম) জানাব।
মামলার আবেদনে বলা হয়, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বিদেশে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন। নুর বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
মামলার আবেদনে আরও বলা হয়, নুরুল হক গণ অধিকার পরিষদ নেতা-কর্মীদের উসকে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নুরুল হক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক), ১২০ (থ) ও ৫০৬ ধারায় মামলা রুজু করা আবশ্যক।
রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার দল থেকে বের হয়ে যাওয়া এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে নুরের টাকার নেওয়া অভিযোগ, নুরের সঙ্গে ‘মোসাদের বৈঠক’ নিয়ে ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের দেয়া নতুন তথ্য নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় আসেন নুর। এর আগে তার দুবাই সফর নিয়েও নানা আলোচনা তৈরি হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ডাকসুর সাবেক ভিপি নুর।