মহাস্থান নিউজ:
ঢালিউডের কোনো বক্স অফিস নেই। তাই সিনেমাগুলোর আয় কত হচ্ছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয় না। কিন্তু টিকিট বিক্রির হিসাব থেকে আয় অনেকটা হিসাব করা যায় বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবারের ঈদে (ঈদুল আজহা) মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো ব্যবসা করছে বলে জানা গেছে।
এ ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো— শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’, মাহফুজ আহমেদ ও বুবলী অভিনীত ‘প্রহেলিকা’, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’, নিরব-বুবলীর ‘ক্যাসিনো’ এবং অপু বিশ্বাস ও সাইমুন সাদিক অভিনীত ‘লাল শাড়ি’। সিনেমাগুলোর মধ্যে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ প্রেক্ষাগৃহে বেশ দাপটে চলছে।
জানা গেছে, শুরুর দিন সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’। এটি মুক্তির এক সপ্তাহ পার হয়েছে। এই ৭ দিনে ‘প্রিয়তমা’ আয় করেছে ১০ কোটি ৩০ লাখ টাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে পরিচালক হিমেল আশরাফ জানান, ঈদে সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথায়ই দর্শক চাহিদার কারণে ৩ হাজার ১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে এরই মধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি করে ফেলেছে সিনেমাটি।
‘সুড়ঙ্গ’র সাত দিনের আয় নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, “মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে ‘সুড়ঙ্গ’ আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর। এর আগে ‘ঢাকা অ্যাটাক’, ‘আয়নাবাজি’, ‘দেবী’র রেকর্ড ভেঙেছিল আমার ‘পরান’ সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল ‘সুড়ঙ্গ’। এর আগে বাংলা কোনো সিনেমার এমন রেকর্ড নেই। এ জন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই।”
এদিকে ‘প্রহেলিকা’ সিনেমাটি ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সঙ্গে ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’ সিনেমাটিও দর্শক দেখছে বলে জানা গেছে।