মহাস্থান নিউজ:
ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮১ জন। শুক্রবার ভোররাতে কাসা ডি কনিউগি নামের ওই বৃদ্ধাশ্রমে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও মিলানের মেয়র জিউসেপ সালা জানিয়েছেন, উদ্ধারকারীদের ‘এক জন এক জন করে হাতে ধরে’ সবাইকে বের করে আনতে হয়েছে।
মেয়র সাংবাদিকদের বলেন, ‘ছয়জনের মৃত্যু অনেক বড় সংখ্যা।’
পরিস্থিতি আরও খারাপ হতে পারতো উল্লেখ করে তিনি জানান, সব প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, যে কক্ষে দুজন নারী বাস করতেন সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ওই দুই নারীর মৃত্যু হয়েছে। বাকী চার জন ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।
বার্তা সংস্থা আনসা জানিয়েছে, নিহত ছয় জনের মধ্যে পাঁচ জন নারী।