মহাস্থান নিউজ:
ব্রাজিলের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি আবাসিক ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছে। এতে আরও পাঁচজন নিখোঁজ রয়েছে। সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা
ভবন ধসে পড়ার পরই উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে পড়েন। শুক্রবার সকালে ভবনটি ধসে পড়ার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে।
বেসামরিক কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার রাত সাড়ে নয়টা পর্যন্ত ধসে পড়া ভবন থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ড্রোন ফুটেজে দেখা যায় চার তলা বিশিষ্ট ভবনের একটি অংশ পুরোপুরি ধসে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকা পড়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছেন উদ্ধার কর্মীরা।
কি কারণে ভবনটি ধসে পড়েছে তা জানা যায়নি। শুক্রবার ভোরে যখন সবাই ঘুমে মগ্ন ছিল তখনই ভবনটি ধসে পড়ে।
বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ হলে সম্মতিক্রমে যৌন সম্পর্ক ধর্ষণ নয়: ওড়িশা হাইকোর্ট
ব্রাজিলের রাসিফ শহরটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন। অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।