মহাস্থান নিউজ:
ঈদুল আজহা উদযাপন শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটে যানবাহনের চাপ বেড়েছে। ফলে, কিছুটা ধীরগতিতে যানবাহন চললেও নেই যানজট।
শুক্রবার (৭ জুলাই) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, কোনাবাড়ি ও নলকা এলাকায় ঢাকাগামী লেনে যানবাহনের চাপ লক্ষ্য করা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম জানান, দুপুরে নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। তবে, এর রেশ কাটতে শুরু করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবির বলেন, ‘ছুটির দিনে মহাসড়কে যানবাহনের চাপ একটু বেশি থাকে। এখন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই।’
তিনি আরও বলেন, ‘দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের পাচলিয়া এলাকায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছিল। ধীরে ধীরে তা নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত ছড়িয়ে যায়।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। ঢাকাগামী লেনে যানবাহনের দ্বিগুণ চাপ রয়েছে। তবে, উত্তরবঙ্গগামী লেনে স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে।’