মহাস্থান নিউজ:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে নিলাম ছাড়াই লক্ষাধিক টাকার রড বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনার পরেও অভিযুক্ত অফিস সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ফলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, নতুন ভবন নির্মাণের জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন ভেঙে ফেলা হলে অফিস সহকারী রিয়াজুল ইসলাম রেজা কর্তৃপক্ষকে না জানিয়ে লক্ষাধিক টাকার পুরাতন রড বিক্রি করেন। এরপর ২৭ জুন দুপুরে আবারও বিক্রির জন্য ভ্যানে করে রড নিয়ে যাওয়ার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী হাতেনাতে আটক করেন। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে জব্দকৃত ২৭০ কেজি রড গোডাউনে রাখা হয়। এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত অফিস সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযুক্ত অফিস সহকারী রিয়াজুল ইসলাম রেজা বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল আমার সুনাম নষ্ট করার জন্য ফাঁসানোর চেষ্টা করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন সাহা বলেন, ২৬ জুন রডগুলো উদ্ধারের পর আগে বিক্রি করা প্রায় লক্ষাধিক টাকার রডও ফেরত আনা হয়েছে। তবে যারা এই কাজটি করেছে ঠিক বুঝতে পারেনি। তাদের কাছে মনে হয়েছে এগুলো অকেজো রড। পরবর্তীতে মিটিংয়ে বলা হয়েছে নতুন হোক আর পুরাতন এগুলো সরকারি সম্পদ। তাই নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর এ মুর্শেদ বলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রড বিক্রির কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।