মহাস্থান নিউজ:
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন এবং পৃথক ঘটনায় রামাল্লাহ শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উড়ছে। বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
জেনিনে হামলার এ ঘটনা প্রসঙ্গে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বলেন, আকাশ থেকে বোমাবর্ষণ এবং একইসঙ্গে স্থল পথেও আক্রমণ হচ্ছে। বেশ কিছু বাড়ি এবং স্থাপনায় বোমা হামলা করা হয়েছে। চারদিক থেকে ধোঁয়া উঠছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে অন্তত তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা জেনিন এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ওই ক্যাম্পটি ‘সন্ত্রাসীদের আস্তানা’ হিসাবে ব্যবহার করা হচ্ছে।