মহাস্থান নিউজ:
অনেক বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন রাশিক। তার দাদার বাবা রায়হানুল জোয়ারদার ছিলেন কাকিনা রাজার ছয় আনা তালুকের শেষ জমিদার। রাশিক এই বংশের সপ্তম পুরুষ। দেশে এখনো নিজেদের পুরোনো জমিদার বাড়ি আছে।
বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ মেয়ে রিটাকে বিয়ে করেছে রাশিক। বিয়ের সাত বছর পর রিটাকে নিয়ে প্রথমবারের মতো দেশে এসেছে। রাশিক রিটাকে নিয়ে নিজেদের জমিদার বাড়িতে যায়। পুরোনো এই জমিদার বাড়ির শেষদিকে একটা বিশ্রামঘর বা ঘুম ঘর, যা প্রায় সবসময়ই তালাবদ্ধ করে রাখা হয়।
রাশিক জানায়, এই ঘরে তার পূর্ব পুরুষরা বিশ্রাম নিতে আসতেন। কখনো কখনো রাতে ভালো ঘুম না হলেও তারা এসে ঘুমাতো এই ঘরে। তাই এই ঘরের নাম হয়েছে ঘুম ঘর। রহস্যময় ব্যাপার হচ্ছে, এই ঘুম ঘরেই রাশিকের প্রত্যেক পূর্ব-পুরুষদের মৃত্যু হয়েছে। রাশিক মনেপ্রাণে বিশ্বাস করে তারও মৃত্যু হবে এই ঘুম ঘরেই।
রাশিকের স্ত্রী রিটা অন্তঃসত্ত্বা। এখানে এসেই রাশিককে সুখবরটা দিয়েছে সে। কিন্তু এত বড় সুখবর পাওয়ার পরও রাশিক কেন তার পূর্ব পরিকল্পনা থেকে সরে আসছে না? কিন্তু রাশিক কী পরিকল্পনা করেছেন? তা জানতে ‘ঘুম ঘর’ টেলিফিল্ম দেখার আহ্বান জানিয়েছেন পরিচালক সৌর্যদীপ্ত সূর্য।
এ টেলিফিল্মে রাশিক চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। রিটা চরিত্রে অভিনয় করেছেন রোদসী। সোমবার (৩ জুলাই) ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।