মহাস্থান নিউজ:
পবিত্র হজ পালন শেষে আরও ৪১৮ জন হাজি দেশে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাজিরা ঢাকায় আসেন।
সোমবার (৩ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
এটি (বিজি-৩৩২) বিমান বাংলাদেশের প্রথম ফিরতি হজ ফ্লাইট। এর আগে হাজিদের নিয়ে এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে পৌঁছায় গতকাল রোববার সন্ধ্যায়। ৩৩৫ জন হাজি নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি ফ্লাইট।
তাহেরা খন্দকার জানান, আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের কাউন্টার থেকে হাজিদের জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আগত হাজিদেরকেও জমজমের পবিত্র পানি সরবরাহ করা হচ্ছে।
এবছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।