মহাস্থান নিউজ:
বরিশালের আগৈলঝাড়ায় রাতের আঁধারে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ ২ জন আহত হয়েছেন। স্থানীয় গৈলা মডেল ইউপির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শফিকুল হোসেন টিটু ও তার ভাই ছাত্রলীগকর্মী আসিফ তালুকদারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ বেপারীর নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু জানান, ইউপি সদস্য সৌরভ মোল্লার বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার রাত ১২টার দিকে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বাবন উদ্দিন এতিমখানার কাছে পৌঁছলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহেদ বেপারীর নেতৃত্বে ৪-৫ জনের একটি দল তাদের মোটরসাইকেলে আকস্মিক হামলা চালায়। এ সময় তাকে ও তার চাচাতো ভাই আসিফকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে তারা।
পরে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনা জানালে শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেছে। আহত চেয়ারম্যান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনায় আহত ছাত্রলীগকর্মী আসিফ তালুকদার বাদী হয়ে রোববার রাতে শাহেদ বেপারীসহ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদ বেপারীর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার মামলা দায়েরের কথা জানিয়ে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।