মহাস্থান নিউজ:
নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল জব্বার (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় জব্বারের ছোট ভাইসহ দুই মৎস্যজীবী আহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পূর্ণভবা নদীর পশ্চিম দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও জব্বারের ছোট ভাই মেহেদী হাসান (২৪)। পোরশা থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল গ্রামের বাড়ি থেকে জাল নিয়ে জব্বার, করিম এবং মেহেদীসহ আরো কয়েকজন পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন মেঘের সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করে মাছ ধরা অব্যাহত রাখেন তারা। সকাল ৭টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আব্দুল জব্বার ঘটনাস্থলে মারা যান। আর করিম এবং মেহেদী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। তারা সামান্য আহত হয়েছেন।