মহাস্থান নিউজ:
আগামী ৩০ জুলাই বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। রোববার বিকেলে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বগুড়া-৪ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ নূরুল ইসলাম ওমর, যুগ্ম আহ্বায়ক সামছুল আলম তালুকদার, মোখছেদুল আলম, ফজলে রহিম মুঞ্জু, শাহিন মোস্তফা কামাল ফারুক, যুগ্ম সদস্য সচিব এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, লুৎফর রহমান স্বপন, আবু তাহের আকন্দ, হাবিবুর রহমান হাবিব, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্জয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাপা নেতা মেহেদী হাসান মাফু, নজরুল ইসলাম দয়া, লিয়াকত হোসেন, রতন, আলমগীর, সানাউল্লাহ সানা, সুলতান আহম্মেদ, শরিফুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম, ওমর ফারুক, সাঈদ ও এরফান আলী প্রমুখ।
আলোচনা সভায় বগুড়া জেলা জাতীয় পার্টি ১২টি উপজেলায় সম্মেলনের মাধ্যমে পুনাঙ্গ কমিটি গঠনসহ গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।