মহাস্থান নিউজ:
গতকাল শনিবার বগুড়ায় বন্ধু-৯৮ ব্যাচের প্রাণের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
‘সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি’ এই শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজের (এসএসসি) বন্ধু-৯৮ ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাণের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় শহরের মফিজ পাগলার মোড় রোচাস রেস্টুরেন্ট হলরুমে প্রতিষ্ঠানের (এসএসসি) ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় পরিচতি, নাচ, গান, পুরষ্কার বিতরনী, মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান এবং সব শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে চোখ মুখ যেন চকচক করছিল সকল বন্ধুদের। জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই। ২৫ বছর পর সহপাঠীদেরকে কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরে। সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে পুরো হলরুম যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
শুধু তাই নয় স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী। দীর্ঘ ২৫ বছরে এসএসসি-৯৮ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা, সেটা হলো আমরা স্কুল বন্ধু।
আয়োজকদের মধ্যে সোহাগ, আবু মোত্তালেব শাখি, মিশু খান, মিরাজ, জিএম রনি, রাজিবুল ইসলাম রাজ বলেন, আমরা যারা এস এস সি ৯৮ সালে লেখাপড়া করেছি তাদের সকলকে একটি প্লাটফর্মে এনে বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করে দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই। পাশাপাশি পরবর্তী প্রজন্মের মৌলিক চাহিদা পূরণে সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে বন্ধুদের অবস্থান থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত একটি সেতুবন্ধন তৈরীর লক্ষ্যে বন্ধুদের মিলন মেলার আয়োজন করছি। ভবিষ্যতে সব বন্ধু মিলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তা, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনো বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্টীয় কোন দূর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবো।