মহাস্থান নিউজ:
নারায়ণগঞ্জে কোরবানির জন্য কেনা মহিষ ঈদের আগের দিন রাতে বাড়ি থেকে রশি ছিঁড়ে পালিয়ে যায়। রাতভর চেষ্টা করেও ধরতে না পারায় পুলিশের সহযোগিতা নিলে পুলিশ মহিষকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশের ছোঁড়া গুলি গিয়ে শান্ত মিয়া (২৪) নামে এক যুবকের শরীরে বৃদ্ধ হয়।
শুক্রবার দুপুরে আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সে একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোরবানির হাটে তোলা মহিষটি ছুটে গিয়ে পাগলা হয়ে যায়। কয়েকজনকে আহতও করে। পুলিশ স্থানীয় লোকজনের জানমাল রক্ষার্থে মহিষটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্ঘটনাবশত গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবকের পেটের অংশে লাগে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই যুবক পুরোপুরি সুস্থ আছেন।
তিনি আরও বলেন, মহিষটি বর্তমানে রূপগঞ্জ-আড়াইহাজার এলাকায় ছোটাছুটি করছে। পুলিশ এটির ওপর নজর রাখছে। মহিষটিকে ধরার জন্য ঢাকা চিড়িয়াখানা থেকে ট্রাঙ্কুলাইজার (চেতনাশক) আনা হয়েছে।