মহাস্থান নিউজ:
রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকা (চারঘাট-বাঘায়) দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের আগের দিন ও পরদিন শুক্রবার দিনব্যাপী তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের আগের দিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিন দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেওয়া প্রতিটা মুসলমানের কর্তব্য। অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে প্রিয়জনকে বাহারি উপহার দেওয়া এবং নেওয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোনো উৎসব, এমনকি ঈদও।
আমি আপনাদের অনুরোধ করবো, দয়া করে যার যতটুকু সাধ্য আছে তার মধ্য দিয়ে দুখী মানুষের পাশে দাঁড়াবেন। মন্ত্রী বলেন, আমরা যারা জনপ্রতিনিধি তারা কখনই জনগণ থেকে আলাদা হতে পারবো না। আমাদের একটিই লক্ষ্য দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া।
এর আগে মন্ত্রী চারঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর রাতে বাঘার আড়ানী বাসভবনে পৌঁছালে সেখানেও শত-শত মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ঈদের শুভেচ্ছ বিনিময় করেন।
এদিকে ঈদের দিন বিকেলে তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজল উপস্থিত দলীয় নেতা-কর্মীদের মিষ্টি মুখ করান। এর কিছুক্ষন পর (সম্প্রতি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রয়াত সেকু আলীর বাড়িতে গিয়ে তিনি শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন করেন এবং নগদ ১ লাখ টাকা প্রদান করেন। সেই সঙ্গে রাতে তার নিজ বাসভবনে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভা করেন।
এ ছাড়াও মন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ বাঘা উপজেলা শাখার নয়া নির্বাচিত সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক বিপ্লবসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ও বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশসহ ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় মন্ত্রী পৃথক-পৃথকভাবে তাদের সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানানোসহ জনকল্যানমুখী কাজ করে যাওয়ার জন্য নির্দেশনা দেন।
সর্বশেষ শনিবার (১ জুলাই) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সঙ্গে পবিত্র ঈদুল আজহার ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পাবনা পৌর সভার মেয়র মো. শরীফ উদ্দিন এবং পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনসহ চারঘাট উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান।
বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ বলেন, চারঘাট-বাঘার গণমানুষের নেতা ও জননন্দিত জননেতা মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি আমাদের একমাত্র আস্থা ও ভালোবাসার ঠিকানা। আমরা পবিত্র ঈদে তার সঙ্গে সাক্ষাত করতে পেরে অত্যন্ত আনন্দিত।