মহাস্থান নিউজ:
মালিতে শান্তিরক্ষা মিশনের সমাপ্তি
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে প্রায় এক দশক ধরে চলা জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ হলো। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে সর্বসম্মতিক্রমে এমন ঘটনা ঘটে। মূলত দেশটির সামরিক জান্তার দাবিতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হলো জাতিসংঘ। এ ঘটনায় রাশিয়ার ভাড়াটে আধাসামরিক ওয়াগনার গোষ্ঠীকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, ‘শান্তিরক্ষীরা মালিতে কার্যক্রম বন্ধ করে সামরিক বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সুশৃঙ্খলভাবে কর্মীদের প্রত্যাহার করবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে।’ মালি থেকে ‘অবিলম্বে’ শান্তিরক্ষীদের সরিয়ে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিওপ। এর পরপরই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করে জাতিসংঘ। তবে যুক্তরাষ্ট্রের দাবি, মালির সামরিক জান্তার সঙ্গে হাত মিলিয়ে বিষয়টি ঘটাতে সাহায্য করেছে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। মালি কর্তৃপক্ষ ২০২১ সাল থেকে ওয়াগনারকে প্রায় ২০০ মিলিয়ন ডলার দিয়েছে বলে দাবি হোয়াইট হাউজের। বিষয়টি নিয়ে মালির কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
হোয়াইট হাউজ মুখপাত্র জন কিরবি বলেন, ‘ওয়াগনারের স্বার্থে শান্তিরক্ষীদের হটাতে সাহায্য করেছে প্রিগোজিন। এ বিষয়ে মালির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ওয়াগনারের সঙ্গে জড়িত।’ তবে মালির এমন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। মালিতে জাতিসংঘের মিশনকে বলা হয় মিনুসমা। তুয়ারেগ বিদ্রোহের পর দেশকে স্থিতিশীল করার জন্য ২০১৩ সালের ২৫ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলিউশন ২১০০ ধারা অনুযায়ী মিনুসমা প্রতিষ্ঠিত হয়েছিল। মিশনটির সমাপ্তির মাধ্যমে প্রায় ১৩ হাজার শান্তিরক্ষী মালি ছাড়তে চলেছে।